টিকটক নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের

  01-08-2020 12:43PM

পিএনএস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিকটকের মাধ্যমে চীনের গোয়েন্দারা তথ্য হাতিয়ে নিতে পারে এমন উদ্বেগের মধ্যে নিষিদ্ধের ঘোষণা দিলেন তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করে বলে আসছিল, নিজেদের জনপ্রিয় ভিডিও অ্যাপটি অসৎ উদ্দেশে ব্যবহার করতে পারে বেইজিং। যদিও এমন সন্দেহ বারবার প্রত্যাখ্যান করে আসছিল চীন সরকার।

ধারণা করা হচ্ছিল, ট্রাম্প হয়তো টিকটক অ্যাপকে হয়তো এটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ‘বাইটডান্স’ থেকে পৃথক হওয়ার নির্দেশনা দেবেন। তা না করে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করারই ঘোষণা দিলেন তিনি।

এ ব্যাপারে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যেহেতু টিকটক একটি উদ্বেগের বিষয় তাই আমরা এটি যুক্তরাষ্ট্র থেকে নিষিদ্ধ করতে যাচ্ছি। দ্রুতই নির্বাহী আদেশে এই নির্দেশনা কার্যকরী করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে লাদাখ সীমান্তে বিরোধের ঘটনায় টিক টকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধের ঘোষণা দেয় ভারত সরকার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন