জি-মেইলের লোগো বদলে যাচ্ছে

  12-10-2020 01:47PM

পিএনএস ডেস্ক: বর্তমানে জি-মেইলে যে লোগোটি ব্যবহৃত হচ্ছে সেটি আর থাকছে না। ২০০৪ সাল থেকে ব্যবহৃত হওয়া লোগোটি বর্তমান যুগের সঙ্গে বেমানান বলে লোগোটি বদলের সিন্ধান্ত নিয়েছে সার্চ জায়ান্ট গুগল।

জি-মেইলের নতুন যে লোগোটি ব্যবহারের সিন্ধান্ত নিয়েছে তা দেখতে ঠিক আগের মতোই এম (M)। এতে থাকছে সংস্থার কোর ব্র্যান্ড কালার্স, অর্থাৎ নীল, লাল, হলুদ ও সবুজের সংমিশ্রণ। জি-মেইলের এই লোগো বদলের ফলে গুগল ম্যাপস, গুগল ফটোস, ক্রোম ও অন্যান্য গুগলের অন্যান্য সেবার সঙ্গে এখন অনেকখানি সামঞ্জস্যপূর্ণ থাকছে।

পুরোনো লোগোটি দৃষ্টিকটু লাগছিলো অনেকের। যার ফলে নতুন লোগোর বিষয়ে সিন্ধান্ত নেয়া হয়। নতুন লোগোতে থাকছে লাল, হলুন, নীল ও সবুজ রঙ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন