মানবদেহে নতুন অঙ্গ আবিস্কার

  23-10-2020 02:22PM

পিএনএস ডেস্ক: মানবদেহে জিহ্বার নিচে, চোয়ালের নিচে এবং চোয়াল ও গালের পেছনে মোট তিনটি বড় লালা গ্রন্থি থাকার কথা এতদিন বলা হলেও বিজ্ঞানীরা নতুন আরও একগুচ্ছ লালা গ্রন্থি আবিস্কার করেছেন।

নেদারল্যান্ডসের ক্যান্সার ইনস্টিটিউটের রেডিয়েশনোকোলজিস্ট উন্টার ভগেল জানান, মানুষের নাকের পেছনে অন্যকিছু থাকার তথ্য ছিল না। কিন্তু নাক থেকে কিছুটা দূরে ও গলার উপরিভাগে সম্ভবত হাজারো অতি ক্ষুদ্র লালা গ্রন্থি ছড়িয়ে আছে।

এদের অবস্থানের কারণে এই লালা গ্রন্থিগুলোকে টিউবারিয়াল স্যালিভারি গ্লান্ডস বলা হচ্ছে। এই গ্রন্থিগুলো নাকের পেছন এবং গলার উপরিভাগকে পিচ্ছিল বা আর্দ্র করে থাকে।

রেডিওথেরাপি নামে জার্নালের সম্প্রতি প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, প্রোস্টেট ক্যান্সার নিয়ে গবেষণা করতে গিয়ে এক রোগীর শরীরে ক্যান্সার সেলের পাশাপাশি লালা গ্রন্থিও সহজে শনাক্ত করা যায়।

তার শরীরে নতুন করে লালা গ্রন্থি আবিস্কার হওয়ার পর আরও ১০০ রোগীকে একই পদ্ধতিতে স্ক্যান করা হলে প্রত্যেকের দেহে তার উপস্থিতি মেলে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন