মোবাইল ইন্টারনেটের গতি: উগান্ডার চেয়েও পিছিয়ে বাংলাদেশ

  03-11-2020 09:51AM

পিএনএস ডেস্ক: ওকলা স্পিড টেস্ট গ্লোবাল ইনডেক্সে ২০২০ সালের সেপ্টেম্বরে মোবাইল ইন্টারনেটের গতির বিচারে বাংলাদেশের অবস্থান গত মাসের তুলনায় দুই ধাপ এগিয়েছে। গড়ে ডাউনলোড স্পিড ১০.৭৬। আর ব্রডব্যান্ডে ২৯.৮৫ ডাউনলোড স্পিড নিয়ে গতমাসের চেয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

মোবাইল ইন্টারনেটের গতির সূচকে, চলতি বছরে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের অবস্থান ১৩৩ তম। আর ব্রডব্যান্ডের গতির সূচকে ৯৮ তম।

ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান হেফাজতের
মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে এই গতি বৈশ্বিক গড়ের (৩৫.৯৬ এমবিপিএস) চেয়ে অনেক কম। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, লিবিয়া, এমনকি আফ্রিকার উগান্ডাও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে।

ব্রডব্যান্ডের ক্ষেত্রে এই গতি তুলনামূলক ভালই বলা যায়, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার মতো দেশও বাংলাদেশের চেয়ে পিছিয়ে।

মোবাইল ইন্টারনেটের গতির বিচারে ১২১ এমবিপিএস নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, এরপরই রয়েছে চীন এবং সংযুক্ত আরব আমিরাত।

আর ব্রডব্যান্ড ক্যাটাগিরিতে শীর্ষ স্থানটি দখল করেছে সিঙ্গাপুর। দেশটিতে ডাউনলোডের গড় স্পিড ২২৬.৬০ এমবিপিএস. হংকং এবং রোমানিয়া রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন