উইন্ডোস সেভেনে ক্রোম ব্রাউজিং সেবা বন্ধ হচ্ছে

  29-11-2020 02:45PM

পিএনএস ডেস্ক: গুগল ক্রোম ২০২২ সালের জানুয়ারি থেকে উইন্ডোস সেভেনের জন্য সেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে বলে সম্প্রতি বিশ্বের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে উঠে এসেছে।

তথ্যানুযায়ী, করোনার কারণে, গুগল ক্রোমের সেবা ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত অব্যাহত রয়েছে। সংস্থাটি এর আগে ২০২১ সালের জুন থেকে নিজের সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, গুগল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এখন কেবল গুগল ক্রোম উইন্ডোস টেন অপারেটিং সিস্টেমে চলবে। ব্রাউজারটি ব্যবহার করতে, ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেমটি আপগ্রেড করতে হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন