চাঁদের মাটি নিয়ে ফিরল চীনের নভোযান

  17-12-2020 12:30PM

পিএনএস ডেস্ক:চীনের চ্যাং’ই-৫ মিশন চাঁদ থেকে পাথর ও মাটির নমুনা নিয়ে পৃথিবীতে ফিরেছে। চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতে চন্দ্রযানটি দেশটির উত্তরাঞ্চলীয় অন্তঃমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সিজিওয়াং ব্যানারে অবতরণ করে বলে জানায় চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)। বিবিসি।

১৯৭০ এর দশকের পর এই প্রথম কোনো চন্দ্রযান চাঁদের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরেছে। যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চীন চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনল।

চাঁদ থেকে সংগৃহীত এই নতুন নমুনা সেখানকার ভূতত্ত্ব ও প্রাথমিক ইতিহাস সম্পর্কে নতুন অন্তর্জ্ঞানের উৎস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহাকাশে চীনের সক্ষমতা যে বাড়ছে, তার আরেকটি প্রমাণ চ্যাং’ই-৫ মিশনের সফল সমাপ্তি। সাত বছরের মধ্যে এটি ছিল চীনের তৃতীয় সফল চন্দ্রাভিযান।

গত ২৪ নভেম্বর চ্যাং’ই মহাকাশযান উৎক্ষেপণ করেছিল চীন। এই মহাকাশযানে চাঁদের কক্ষপথে যাওয়ার জন্য নকশা করা একটি অর্বিটার, একটি চন্দ্রযান ও চন্দ্রযানকে চাঁদের পিঠে নামানোর ও ফিরিয়ে আনার সক্ষমতা সম্পন্ন আরও দুটি যান ছিল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন