মেডিকেল সরঞ্জাম থেকে আইফোন দূরে রাখার আহ্বান!

  26-01-2021 02:01PM

পিএনএস ডেস্ক: মেডিকেল সরঞ্জাম থেকে আইফোন দূরে রাখার আহ্বান জানিয়েছেন এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। তাদের মতে, আইফোন মেডিকেল ডিভাইসের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে সিএনএন।

অ্যাপলের সাপোর্ট পেজে সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে কোম্পানিটি আইফোন ব্যবহারকারীদের এ বিষয়ে সতর্ক করেছে। অ্যাপল বলেছে, আইফোনে ম্যাগনেট এবং রেডিও থাকে যা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড নির্গত করে। দুটিই শরীরে স্থাপনকৃত পেসমেকার, ডিফাইব্রিলেটরসহ (হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে ব্যবহৃত ডিভাইস) বিভিন্ন মেডিকেল ডিভাইসের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। মেডিকেল ডিভাইসে সেন্সর থাকে যা এ ম্যাগনেট কিংবা রেডিও ওয়েবে প্রতিক্রিয়া দেখাতে পারে।

আইফোন ১২ মডেল ও ম্যাগসেফ (MagSafe) অ্যাকসেসরিস ব্যবহারকারীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কারণে আগের মডেলগুলোর তুলনায় আইফোন ১২ সংস্করণে বেশি ম্যাগনেট থাকে। অ্যাপল সব আইফোন ও ম্যাগসেফ চার্জারকে ৬ ইঞ্চি এবং তারবিহীনভাবে চার্জ দেওয়ার সময় ১২ ইঞ্চি দূরে রাখতে বলেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন