নতুন যে ফিচার আনলো হোয়াটসঅ্যাপ

  07-03-2021 01:45AM

পিএনএস ডেস্ক:এখন থেকে ডেস্কটপেই ভয়েস কল ও ভিডিও কলে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা! নতুন ফিচারটি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ উভয় দিকেই নির্বিঘ্নে কাজ করে। এছাড়া, ভিডিও কল চলাকালে অন্যান্য ব্রাউজারও খোলা যাবে।

এতদিন শুধুমাত্র অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস থেকেই হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল করা যেত। তবে নতুন এই ফিচার ব্যবহারকারীদের আরো বেশি সেবা প্রদান করবে। ওয়েব ব্যবহার করে শিগগিরই গ্রুপ ভিডিও-অডিও কল করার ফিচারটিতে আনছে হোয়াটসঅ্যাপ।

গত বছরের ডিসেম্বরে আনা নতুন এই ফিচার এখনো সকল গ্রাহকদের কাছে পৌঁছায়নি। যদিও হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন ২.২০৪৩.৭-এ এই ফিচার দেখা গেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন