উদ্ভাবনের নতুন সময়ে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

  11-03-2021 10:32PM

পিএনএস ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‌‘যে প্রযুক্তি মানুষের কল্যাণে কাজে আসে না, সেই প্রযুক্তির কোনো মূল্য নেই। যে প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হয় ও যে প্রযুক্তি মানুষের জীবনধারা পাল্টে দেয়, বাংলাদেশ এখন এই সব প্রযুক্তি উদ্ভাবনের নতুন সময়ে উপনীত হয়েছে।’

বুধবার ঢাকায় ওকে-দোয়েল/বাঘ আইওটি ভিহ্যাকলের সাথে রবির চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘অতীতের তিনটি শিল্প বিপ্লবের সাথে চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য মিলানো যাবে না, তুলনার বিষয়ও নয়। এই যুগে মেধা, সৃজনশীলতা ও যোগ্যতা ব্যবহার করতে না পারলে, ডাইনোসরের মতো হারিয়ে যেতে হবে।’
সৃজনশীলতার মাধ্যমে নতুন ধারণাকে বাস্তবে পরিণত করার প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা এর মধ্যে এমন কিছু দেখতে পাচ্ছি, যা দেশের মানুষের কাজে লাগবে।

‘আমাদের সন্তানরা অত্যন্ত মেধাবী। সামনের দিনে আমাদের আরও বেশি উদ্ভাবন করতে হবে।’

মোস্তাফা জব্বার বলেন, ‘ট্যাক্স কমানোর ফলে দেশে মোবাইল উৎপাদনের বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। দেশের মোট চাহিদার শতকরা ৬০ ভাগ স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল থেকে মেটানো সম্ভব হচ্ছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘২০২১ সালের পর তা শতভাগে উন্নীত হবে।’

অনুষ্ঠানে ওকে-দোয়েলের চেয়ারম্যান কাজী জসিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রবি’র সিইও মাহতাব উদ্দিন আহমেদ বক্তৃতা করেন।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন