দেশে ফেসবুক-ম্যাসেঞ্জারে বিভ্রাট, ইন্টারনেটে ধীরগতি

  26-03-2021 10:19PM

পিএনএস ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ম্যাসেজিং প্ল্যাটফর্ম ম্যাসেঞ্জার বিভ্রাটের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ব্যবহারকারীরা জানিয়েছেন, আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে তারা ফেসবুক ও ম্যাসেঞ্জারে ঢুকতে পারছেন না। রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে না।

গ্লোবাল আউটেজ শনাক্তকরণ সাইট ডাউনডিটেক্টরে ফেসবুকের বৈশ্বিক কোনো বিভ্রাটের কথা জানানো হয়নি বা কোনো সমস্যার কথাও বলেনি প্রতিষ্ঠানটি। এটা ইঙ্গিত করে, শুধু বাংলাদেশের বা স্থানীয় ব্যবহারকারীরাই ফেসবুক ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারেরা বলছেন, বিষয়টি তাদের হাতে নেই। সরকারের হাতে ফেসবুক ডাউন করার প্রযুক্তি আছে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে আজ দুপুরের পর রাজধানীর বায়তুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ-সংঘর্ষ হয়। এ ঘটনায় হাটহাজারীতে চারজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

অপারেটর সূত্রে জানা গেছে, এরপর সন্ধ্যার আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে মোবাইল অপারেটরগুলোকে সংশ্লিষ্ট এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন