মিনিটে ১ লাখ ১৯ হাজার সাইবার হুমকি শনাক্ত!

  28-03-2021 01:13AM

পিএনএস ডেস্ক: ২০২০ সালে প্রতি মিনিটে ১ লাখ ১৯ হাজার সাইবার হুমকি শনাক্ত করা হয়েছে। এছাড়াও গত বছরজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে চালানো মোট ৬ হাজার ২৬০ কোটি সাইবার হামলা আটকে দেয়া হয়েছে। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবরে বলা হয়েছে, গত বছরজুড়ে শনাক্ত সাইবার হুমকিগুলোর ৯১ শতাংশই ই-মেইল থেকে আসা। অর্থাৎ এটি বিশ্বজুড়ে ফিশিং হামলা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এছাড়া গত বছর হোমওয়ার্ক বা বাসা থেকে কাজ করা কর্মীদের লক্ষ্য করে প্রস্তুত ১ কোটি ৪০ লাখ ইউনিক ফিশিং ইউআরএল শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটি।

ট্রেন্ড মাইক্রোর ‘এ কনস্ট্যান্ট স্টেট অব ফ্লাক্স: ট্রেন্ড মাইক্রো ২০২০ অ্যানুয়াল সাইবার সিকিউরিটি রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনের তথ্যমতে, গত বছর বাসায় থেকে কাজ করা কর্মীরা সাইবার অপরাধীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বাসার নেটওয়ার্কের নিরাপত্তা ভেঙে বাণিজ্যিক নেটওয়ার্কে প্রবেশ করতে বাসায় থেকে কাজ করা কর্মীদের টার্গেট করা হয়েছিল।

গত বছর বাসা-বাড়ির কম্পিউটার নেটওয়ার্কে হামলার সংখ্যা ২১০ শতাংশ বেড়ে ২৯০ কোটিতে পৌঁছেছে। বেশির ভাগ হামলায় রাউটার বা স্মার্ট ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে ‘ব্রুট ফোর্সিং লগইন’ ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে ট্রেন্ড মাইক্রোর গ্লোবাল থ্রেট কমিউনিকেশনসের পরিচালক জন ক্লে বলেন, ২০২০ সালে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে লক্ষণীয় মাত্রায় সাইবার হামলা বেড়েছে। বাসা থেকে কাজ করা কর্মীদের নেটওয়ার্কে সবচেয়ে বেশি হামলা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংকিং, উৎপাদন এবং স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি সাইবার হামলা শনাক্ত করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন