অবশেষে মঙ্গলে উড়ল নাসার হেলিকপ্টার ‘ইনজেনুইটি’ (ভিডিও)

  20-04-2021 12:47AM

পিএনএস ডেস্ক : মঙ্গলগ্রহে সফলভাবে উড্ডয়ন করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ছোট একটি হেলিকপ্টার।

সোমবার চার পা বিশিষ্ট ‘ইনজেনুইটি’ নামের মহাকাশযানটি মঙ্গলের আকাশে এক মিনিটের কম সময়ে ওড়ে বলে বিবিসি জানিয়েছে।

মানুষের মহাকাশ অভিযানের ইতিহাসে একে এক বিশাল ঘটনা হিসেবে বর্ণনা করেছেন নাসা। নাসার বিজ্ঞানীরা মঙ্গলে

এই সফলতা উদযাপনের কারণ হিসেবে বলছে, পৃথিবীর বাইরে অন্য দুনিয়ায় প্রথমবারের মতো কোনো নিয়ন্ত্রিত ফ্লাইট পরিচালনা সম্ভব হয়েছে।

এই হেলিকপ্টারের ওড়ার ছবি নাসার নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছানোর পর কর্মীদের উল্লাসে ফেটে পড়েতে দেখা যায়। মাত্র এক দশমিক আট কেজি ওজনের হেলিকপ্টারটি মঙ্গলের পৃষ্ঠ থেকে উড়ে ৪০ সেকেন্ড পর সফলভাবে অবতরণ করেছে।

বিজ্ঞানীরা বলছেন, ইনজেনুয়িটি ড্রোনটির প্রযুক্তির সীমাবদ্ধতা পরীক্ষা করার পর এটিকে এখন তারা আরও উঁচুতে এবং আরও দূর পর্যন্ত ওড়াতে চান।



পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন