স্মার্টফোন রাখুন নিরাপদে

  25-08-2016 12:28AM



পিএনএস: দিন দিন বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। অ্যান্ড্রয়েড হোক বা উইন্ডোজ- মোবাইল ফোন ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হয়। তাতে মোবাইলের আয়ু দীর্ঘস্থায়ী হবে। ব্যবহারও করা যাবে নিরাপদে। প্রতিবেদন আজকালের।

* সর্বক্ষণ মোবাইলে খুটখুট। চার্জের দফারফা। একবারও মোবাইল সেট হাতছাড়া করতে পারছেন না তো চার্জ দেবেন কখন! অগত্যা, রাতে চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়া। সকালে আবার মোবাইল হাতে। এমনটি করবেন না। কমবে ব্যাটারির আয়ু। কারণ চার্জ হয়ে যাওয়ার পরেও মোবাইল চার্জারে লাগিয়ে রাখলে ব্যাটারির ক্ষতি হয়।

* মাঝেমাঝেই দেখুন অজান্তে কিছু ডাউনলোড হয়ে যাচ্ছে কিনা। পপ আপ বিজ্ঞাপনে হাত পড়ে গেলে আপনাআপনি ডাউনলোড হতে থাকে। তাতে আপনার মোবাইল হ্যান্ডসেট ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। মোবাইলের অ্যান্টি ভাইরাস ততটা শক্তিশালী নয়। আর ডাউনলোড করতে হলে করুন, কোনও নিরাপদ ওয়েবসাইট থেকে।

* নিরাপত্তা সংক্রান্ত সফটওয়্যারগুলোকে স্বয়ংক্রিয় আপডেট রাখুন। কোনও বিপদ এলে ওরাই আগাম জানিয়ে দেবে।

* ঘনঘন মোবাইল ঘাঁটার অভ্যাস থাকলে অনেকেই তা লক করতে চান না। কিন্তু ফোন লক করার বিকল্প নেই। পিন কোড বা আঙুলের ছাপ দিয়ে ফোন লক করা থাকলে আপনার মূল্যবান তথ্য কেউ নষ্ট করতে পারবে না।

* প্রত্যেকটা অ্যাপ ব্যবহারের পর লগ আউট করে দিন।

* আপনার ফোনে ‘রিমোট ওয়াইপ সিস্টেম’ রাখুন। কারণ, হারিয়ে গেলে বা চুরি গেলে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে তথ্য মুছে দিতে পারবেন। প্রয়োজনে কপি করেও রাখতে পারেন।


পিএনএস/ বাকিবিল্লাহ্



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন