ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে আইফোন

  27-09-2016 07:25PM

পিএনএস: যুক্তরাষ্ট্র থেকে ভারতে নিয়ে আসা হচ্ছে আইফোন। তবে এই ফোনগুলো ভারতের বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আনা হচ্ছে না। মূল্যবান আইফোনগুলো বাংলাদেশ ও নেপালে পাচার করা হচ্ছে।
আইফোন পাচার বন্ধ করতে চেষ্টা চালাচ্ছে ভারতের শুল্ক বিভাগ। গত ১৫ দিনে শতাধিক আইফোন জব্দ করা হয়েছে দেশটিতে। এই ফোনগুলো বাংলাদেশ ও নেপালে পাচার করা হতো।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, আইফোনের নতুন মডেল বাজারে আসার আগেই পাচারের রুট, জনবল ও অর্থ লেনদেনসহ সব কিছু ঠিক করে ফেলা হয়। ভারতের বাজারে আইফোন আসার আগেই এভাবে কিছু ফোন পাচারকারীদের হাত দিয়ে পৌঁছে যায়। পাচার করা এসব আইফোন-৭ এক লাখ রুপির কাছাকাছি দামে এখন ভারতের বাজারে পাওয়া যাচ্ছে।
দেশটির শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, গত ৭ সেপ্টেম্বর বাজারে আইফোনের নতুন মডেল ছাড়ার ঘোষণা দেয়ার পর পরই দিল্লির পাচারকারীরা হংকংয়ের পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করে। ফোনগুলো সঙ্গে করে নিয়ে আসার জন্য পাচারকারীরাও হংকং যায়। সূত্র: মেইল টুডে

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন