একটি টুইট থেকে তহবিল সংগ্রহের প্রচারণা

  28-09-2016 06:36AM



পিএনএস: সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তির কথা আর নতুন করে বলার কিছু নেই। টুইটারের একটি টুইট আবারো প্রমাণ করেছে সেই শক্তিমত্তা। জেনিফার গ্যারেট নামের এক বৃটিশ নারী একটি টুইট করেছিলেন। তাতে তিনি লিখেছিলেন, নতুন ছাপা হওয়া ৫ বৃটিশ পাউন্ডের নোটটি তিনি সিরিয়া, লেবানন ও জর্ডানে কাজ করা একটি দাতব্য সংস্থায় দান করেছেন। তার ওই টুইটটিই হাজারও মানুষের উৎসাহ হয়ে দাঁড়ায়। তার দেখাদেখি অন্যরাও একের পর এক টুইট করতে থাকেন। তারাও টুইটে জানান, তাদের হাতে এসে পৌঁছানো নতুন ৫ পাউন্ডের নোটটি তারা দান করেছেন কোনো দাতব্য সংস্থায়। বিবিসি ট্রেন্ডিংয়ের জন থম্পসন বলেন, নানা ধরনের সহায়তামূলক কার্যক্রমে মানুষ দান করছেন। তিনি নিজে একটি টুইটারে জনমত জরিপ চালিয়েছেন। তাতে ৩০ শতাংশেরও বেশি মানুষ জানিয়েছেন, তারা তাদের হাতে পৌঁছানো ৫ পাউন্ডের প্রথম নোটটি দান করেছেন। টুইট থেকেই তাই দাতব্য কাজে জমা হলো বিপুল পরিমাণ অর্থ।


পিএনএস/বাকিবিল্লাহ্



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন