যেভাবে ভিক্ষুকমুক্ত হলো নড়াইল

  18-10-2016 08:45PM

পিএনএস, নড়াইল : ভিক্ষুকমুক্ত হলো নড়াইল। নড়াইলকে ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে ঘোষণা দেওয়ার অংশ হিসেবে জেলার তিনটি সীমান্তবর্তী এলাকায় ভিক্ষুকমুক্ত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের উপস্থিতিতে নড়াইলের কালনা ফেরিঘাট, সদর উপজেলার চাঁচড়া এলাকাসহ তিনটি স্থানে সাইন বোর্ড স্থাপন করা হয়।

এ সময় নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাছিমা খানমসহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিদ্দিকুর রহমান জানান, নড়াইল জেলাকে ভিক্ষুকমুক্ত করতে প্রায় এক বছর ধরে কাজ চলছে। জেলায় মোট ৭৯৮ জন ভিক্ষুক রয়েছে। এর মধ্যে ৪০০ জনকে ব্যক্তিভেদে উপার্জনমূলক ভ্যান, সেলাই মেশিন, হাঁস-মুরগি, ছাগল, গবাদিপশু দেওয়া হয়েছে। এ ছাড়া এসব ভিক্ষকের সবাইকে ১০ টাকার কেজি দরের কার্ড করে দেওয়া হয়েছে। আশা করছি এ মাসের শেষ দিকে নড়াইলকে ভিক্ষুকমুক্ত জেলা ঘোষণা করা হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন