রাঙামাটিতে ২৫০টি দোকান-ঘর পুড়ে ছাই, নিহত ১

  20-10-2016 07:47PM

পিএনএস: রাঙামাটির দূরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় শিখা সাহা নামে একজনের মৃত্যু হয়েছে। বৃস্পতিবার বেলা ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারের এ ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
বাঘাইছড়ি উপজেলার খেদামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা জানান, বেলা ১২টার দিকে দূরছড়ি বাজারের সুলন দেবের তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা বাজারের অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় বাজারের পাশ্ববর্তী বসতঘরগুলো। শিখা শাহা নামে এক অসুস্থ রোগীও অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
অন্তত ২০৯টি দোকান ও ৪১টি বসতঘর আগুনে ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় সুলন দে পলাতক রয়েছেন। খবর পেয়ে লংগদু উপজেলার মাইনী সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল আলিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মো. আব্দুল আলিম জানান, সকলের ঐক্যবদ্ধ সহযোগিতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন