ডিমলায় ইউপি সদস্যের মামলা ধামাচাপা দিতে রাস্তা সংস্কারের চেষ্টা!

  21-10-2016 10:13PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) : নীলফামারী জেলার ডিমলা থানা ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোট খাতা গ্রামের ‘‘নুরল ইসলামের বাড়ি হইতে আজমের বাড়ির পাশ দিয়ে মেহের আলীর বাড়ি পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ৯নং প্রকল্পের রাস্তাটি সংস্কারের জন্য ২০১৪-১৫ অর্থ বছরে ১৩ মেঃটন গম বরাদ্দ ছিল।
কিন্তু উক্ত প্রকল্প কমিটির চেয়ারম্যান ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তফেল উদ্দিন কোন কাজ না করিয়া সম্পুন্ন টাকা আত্মসাৎ করিলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তৎকালীন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান অভিযোগ তদন্তের জন্য এলাকাবাসিকে চিঠি দিয়ে পর পর দুই বার তদন্তের দিন ধার্য করে নিজে উপস্থিত না হওয়ায় পরবর্তীতে এলাকাবাসী জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন এবং এলাকাবাসীর পক্ষে অলিয়ার রহমান নীলফামারী জেলার দায়রা ও সিনিয়র স্পেশাল জজ আদালতে তফেল মেম্বারের বিরুদ্ধে ৯/২০১৬ নং দুর্নীতির মামলা করেন।
এমতাবস্থায় হঠাৎ করে গত ১৭/১০/২০১৬ ইং তারিখ হতে উক্ত রাস্তাটিতে এলাকার প্রভাবশালী নেতা সোহরাপ হোসেন ও তানিভর মাষ্টারের নেতৃত্বে টলি দিয়ে মাটি ফেলে রাস্তা সংস্কারের চেষ্টা চলছে বলে জানান এলাকাবাসী। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান রাস্তাটিতে পরিষদের কোন কাজ এখন চলছে না তবে সোহরাপ হোসনের নেতৃত্বে এ সংস্কার কাজ চলছে বলে জানান।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন