বেনাপোলে পাচারকালে উদ্ধার ১০, আটক ১

  22-10-2016 12:55AM


পিএনএস: বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১০ বাংলাদেশি শিশুসহ ১০ নারী ও পুরুষকে উদ্ধার করেছে ২৬ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পাচার কাজে সহযোগিতার অভিযোগে তুহিন (২৪) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। তিনি বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (২১ অক্টোবর) রাত ৯টায় ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের সাদীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

যাদের উদ্ধার করা হয়েছে। তারা হলেন- সুনীল, সুমন, সম্রাট, তমিজ উদ্দিন, সোমেল, সোনালী, শেফালী, স্নেহা, নিরব ও শিশু পপি। এদের বাড়ি নেত্রকোনা, সিলেট, বাগেরহাট ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, আটক নারী-শিশুদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ও পাচারকারীর বিরুদ্ধে পাচারের মামলা দিয়ে রাতেই (২১ অক্টোবর) বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হবে। এরপর পুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।




পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন