ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর ২ জনের লাশ উদ্ধার

  22-10-2016 07:45PM

পিএনএস,ফরিদপুর : ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর ব্যবসায়ীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে সদর উপজেলার পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

শহরতলীর গেরদা ইউনিয়নের বৌ ঘাটাস্থ কুমার নদের সেতুর নিচ থেকে হায়দার মোল্যার (৫৬) লাশ উদ্ধার করা হয়।

তিনি শহরের পূর্বখাবাসপুর এলাকার সাবেক মেম্বার মোজাহার উদ্দিন মোল্যার ছেলে। পুরাতন ট্রাকস্ট্যান্ডে তার মেশিনারিজ যন্ত্রাংশের একটি দোকান রয়েছে।

নিহতের ছোট ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু নাইম জানান, তার ভাই হায়দার গত ১৬ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে শহরতলীর গেরদা ইউনিয়নের বৌ ঘাটস্থ কুমার নদের সেতুর নিচে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তার মুখে ও ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পশ্চিম বিলনালিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে হালিম মোল্যা (৭০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের ছোট ছেলে রাজিব হোসেন জানান, তার বাবা চার বছর আগে বোবা হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় নামাজ পড়ার জন্য মসজিদে গেলে রাতে আর ফিরে আসেনি। সকালে তার লাশ ধানক্ষেতের মধ্যে পাওয়া যায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালী থানার ওসি মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুইজনকেই হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



পিএনএস/বাকিবিল্লাহ্



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন