ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্রীর চুল কেটে দিয়েছে সন্ত্রাসীরা

  23-10-2016 10:32AM


পিএনএস, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর ইটলিরভিটা গ্রামের নুরু মিয়ার মেয়ে নুরিনা আকতারের (১৫) চুল কেটে দিয়েছে প্রতিবেশী সন্ত্রাসী যুবকরা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই যুবকদের এখন খুঁজছে। নুরিনা আকতার পার্শ্ববর্তী রামচন্দ্রপুর ইউনিয়নের হরিণসিংহা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

থানা এবং পারিবারিক সুত্রে জানা গেছে, ওই গ্রামের বাটুল মিয়ার একটি ছাগল গত শুক্রবার প্রতিবেশী নুরু মিয়ার ছেলে আজাদ হোসেন জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারপিট করে মেরে ফেলে। এ নিয়ে স্থানীয়ভাবে এক শালিস বৈঠকে ছাগলের মূল্য পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার সকালের মধ্যে ওই টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু টাকা পরিশোধ না করায় দুই প্রতিবেশীর মধ্যে এক দফা ঝগড়া বিবাদ হয় এবং দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই এক পর্যায়ে নুরু মিয়ার মেয়ে নুরিনা আকতার সকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলে কিছুদুর যাওয়ার পর বাটুল মিয়ার ছেলে আরিফ মিয়া (২০), ওই পরিবারের আলম মিয়ার ছেলে রাকিব মিয়া (১৮) এবং আব্দুস সালামের ছেলে আশিক মিয়া (১৮) তার পথরোধ করে তাকে আটকায়। তারা তাকে মারপিট, তার হাতের ঘড়ি, গলার চেন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ওই সন্ত্রাসী যুবকরা নুরিনা আক্তারের মাথার চুল কেটে ফেলে। খবর পেয়ে এসময় নুরু মিয়ার লোকজন এগিয়ে গেলে ওই সন্ত্রাসী যুবকরা পালিয়ে যায়। এ নিয়ে শনিবার বিকেলে সদর থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ বাটুল মিয়া এবং তার ভাই আব্দুস সালামকে আটক করে। সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, এ ঘটনায় ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন