ইউপি নির্বাচন স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধ

  23-10-2016 07:11PM

পিএনএস, গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১নং হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধ বেশ জমে উঠেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ৬ প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম রঞ্জু জাপা (লাঙ্গল) থেকে মনোনয়ন পেয়েছেন। এদিকে তার স্ত্রী রোকসানা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠছে। ভোটাররা বিপাকে পড়েছেন স্বামী-স্ত্রীর মধ্যে কাকে ছেড়ে কাকে ভোট দেবেন। এদিকে স্বামী-স্ত্রী দু’জনেই কোমর বেঁধে ভোটাদের দ্বারে-দ্বারে গিয়ে সমান তালে ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে।
উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ওই ইউনিয়নে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে আগামী ৩১ অক্টোবর ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের ১৪ হাজার ৩৮৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন