ডিমলায় শিক্ষা প্রতিষ্ঠানের জমি অবৈধ ভাবে দখল করে বসতবাড়ী নির্মাণ চেষ্ঠা

  24-10-2016 08:53PM

পিএনএস,ডিমলা(নীলফামারী) : ডিমলায় শিক্ষা প্রতিষ্ঠানের জমি জোর পূর্বক অবৈধ ভাবে দখল করে বসতবাড়ী নির্মাণ করেছে স্থানীয় কিছু ভূমি দস্যু। ঘটনাটি উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটী বাজার সংলগ্ন শালহাটী ইসলামিয়া দাখিল মাদরাসায় ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায় শালহাটী নির্বাসি মাহাতাব উদ্দিন (৫৫), কুতুব উদ্দিন (৭০), ইছাহাক আলী (৬৫) উভয়ের পিতা অহর উদ্দিন ১ একর ৩২ শতাংশ জমি একই ইউনিয়নের নজমুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) নিকট বিক্রয় করেন, যার জেএল নং- ৩৪, খতিয়ান নং- ৩২২/১, দাগ নং- ২৬২। সিরাজুল ইসলাম উক্ত জমি দীর্ঘদিন ভোগদখলের পর ১ একর ৩২ এর মধ্যে ৫৫ শতাংশ জমি উল্লেখিত দাখিল মাদরাসার নামে দান করেন।

এদিকে ২০১০ সালে ম্যানেজিং কমিটি নির্বাচনে মাহাতাবের স্ত্রী রহিমা বেগম (৪৫), পরাজিত হলে ক্ষোপের বর্শিভূত হয়ে ০১/০৭/২০১২ ইং তারিখে মাদরাসার জমিতে বাঁশের বেড়া ও খাল খনন করে জমি দখলের চেষ্ঠা করলে মাদরাসা কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে মামলা দায়ের করে। যার ফলে ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত মাদরাসার পক্ষে রায় প্রদান করেন। এ রায়ের বিরুদ্ধে মাহাতাব উদ্দিন জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। সেখানেও জেলা জজ আদালত মাদরাসার পক্ষে রায় দেন। তবে এ রায়ের বিরুদ্ধে মাহাতাব আপীল করলে আদালত মাদসারার জমির উপর ১৪৪ ধারা জারি করেন বলে মাদরাসা সূত্রে জানা গেছে।

মাহাতাব উদ্দিন ১৪৪ ধারা ভঙ্গ করে গত ২২/১০/২০১৬ তারিখে ভোর বেলায় মাদরাসার ঘর ভেঙ্গে একটি টিন সেড ঘর নির্মান করেন। মাদরাসা কর্তৃপক্ষ ডিমলা থানা পুলিশকে বিষয়টি অবগত পুলিশ ঘটনাস্থল পরিদর্ষন করেন এবং ১৪৪ ধারা ভঙ্গের দায়ে মাহাতাব উদ্দিনের ছেলে সাহেদ আলী ৯২০) কে গ্রেফতার করেন।

এরূপ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে যার ফলে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডলী অত্যন্ত উৎবিগ্ন।



পিএনএস/বাকিবিল্লাহ্



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন