বাগেরহাটে জেএমবির ৪ জঙ্গি গ্রেফতার

  25-10-2016 11:34AM



পিএনএস, বাগেরহাট: বাগেরহাটের কচুয়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের দিকে কচুয়া উপজেলার খালিশখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার আকাশ মোল্লা (২১), পিরোজপুর জেলার হাবিবুল্লাহ (১৯), কবিরুল ইসলাম (২৬) ও মিজানুর রহমান।

বাগেরহাটের জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে গোপনা সংবাদের ভিত্তিতে উপজেলায় সাফায়াত হোসেনের একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে জেএমবির সদস্যরা পুলিশের ওপর হাত বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা জবাবে গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ চার জেএমবি সদস্যকে গ্রেফতার করে। এসময় অপর সদস্যরা পালিয়ে যায়। পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি রিভলবার, ২টি গুলি, ৫টি হাত বোমা, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটারের হার্ডডিক্স ও বই পত্র উদ্ধার করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন