খুলনায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  25-10-2016 03:32PM

পিএনএস, খুলনা : খুলনায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা ৯০টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযান দুপুর আড়াইটায় শেষ হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ড. আব্দুল মান্নান, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মো. আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রেলওয়ে পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, এসব অবৈধ স্থাপনার কারণে খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ বাধাগ্রস্থ হচ্ছিল। এ ছাড়া রেলের জমিতে গড়ে ওঠা অন্য স্থাপনা উচ্ছেদ করা হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন