ঝিনাইদহে পুলিশের গুলিতে ১১ জামাত-শিবির কর্মী নিহত

  25-10-2016 09:18PM

পিএনএস ডেস্ক : পুলিশ র্যাবের তাণ্ডব থামছেই না। একের পর এক 'বন্ধুক যুদ্ধের' নাটকে গুলি করে মারা হচ্ছে বিরোধী নেতা-কর্মীদের । বিগত কয়েকমাসে শুধু ঝিনাইদহেই পুলিশ গুলি করে মেরেছে ১১ জন জামাত-শিবির কর্মীকে ।

মঙ্গলবার ভোর রাতে ঝিনাইদহ জামায়াতের শহর আমির জহুরুল ইসলাম ও শিবিরের সাবেক সেক্রেটারিয়েট সদস্য ঝিনাইদহের ডাঃ সজিবকে মঙ্গলবার ভোরে পুলিশ গুলি করে হত্যা করেছে পুলিশ । যথারীতি প্রচার করা হচ্ছে 'ক্রসফায়ার নাটক'। এই নিয়ে গত মার্চের পর থেকে ঝিনাইদহে জামায়াত শিবিরের ১১ জনকে হত্যা করেছে পুলিশ।

গত ৪মার্চ থেকে এই জনপদেই নির্মমতার শিকার হন যারা
১, হাফেজ জসিম উদ্দিন (৪ মার্চ)
২, আবু হুরায়রা (৫ এপ্রিল)
৩ , শামিম মাহমুদ (১২ এপ্রিল)
৪ , মহিউদ্দিন সোহান (২০ এপ্রিল)(যার দুই চোখ উপড়ে ফেলা হয়েছিল)
৫ , আবু জর গিফারী (১২ জুন)
৬ , আনিসুর রহমান (২ জুলাই)
৭, আল মাহমুদ (২ জুলাই)
৮, ইবনুল ইসলাম পারভেজ (২৩ জুলাই)
৯, মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী (১২ আগষ্ট)
১০ , জহুরুল ইসলাম (২৫ অক্টোবর )
১১ , ডাঃ সজীব (২৫ অক্টোবর )
(ছবির উপরের অংশে আজকে পুলিশের গুলিতে নিহত ঝিনাইদহ জামায়াতের শহর আমির জহুরুল ইসলাম ও শিবিরের সাবেক সেক্রেটারিয়েট সদস্য ঝিনাইদহের ডাঃ সজিব)

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন