ডিমলায় ব্যবসায়ী ও কৃষকদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারনী কর্মশালা

  25-10-2016 09:37PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) : আজ মঙ্গলবার সকালে ডিমলা ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা বনিক ও ব্যবসায়ী সমিতি ও সার্ভিস ইমারজেন্সি ফর রুরাল পিপল (সার্প) এর সহযোগীতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম সার ও বীজ ব্যবসায়ী।
সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মোঃ আবুল কাশেম সরকার চেয়ারম্যান ডিমলা সদর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্তাজুল ইসলাম উপজেলা ফেসিলিটেটর ল্যান প্রোগ্রাম ডিমলা।
বক্তব্য রাখেন সাহিনুর ইসলাম উপজেলা প্রাণি সম্পদ (ভিএফএ), মোতালেব হোসেন অটোক্রপ কেয়ার (লিমিটেড) ফিল্ড অফিসার, এ,কে,এম গোলাম কবির সুপ্রীম সীড কোংলিঃ টেষ্টিরিম্যানেজার নীলফামারী, পবিত্র কুমার সরকার এসিআই ডিমলা ফিল্ড অফিসার, মোজাম্মের হক কৃষক রুপাহারা, বাদশা সেকেন্দার ভুট্টু মেডিসিন ব্যবসায়ী, নিরঞ্জন দে (সাংবাদিক) প্রমূখ।
সভায় বক্তরা কর্মশালায় অর্জিত জ্ঞানকে ব্যবসা এবং কৃষি ক্ষেত্রে প্রয়োগ করে নিজেদের উন্নতি সাধনের আহব্বান জানান।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন