লাকসামে চার কিলোমিটার রাস্তার দুর্ভোগে ৪০ হাজার মানুষ

  25-10-2016 11:30PM



পিএনএস: কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামের চার কিলোমিটার রাস্তার জন্য দুর্ভোগে পড়ছেন ওই গ্রামসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের প্রায় ৪০ সহস্রাধিক মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, যুগ যুগ ধরেই রাস্তার জন্য চরম দুর্ভোগে রয়েছেন তারা। এদিকে ওই গ্রামগুলোর মানুষের দুর্ভোগের কথা এলাকার জনপ্রতিনিধিদের বার বার জানানো হলেও কোন প্রতিকার মেলেনি বলেও অভিযোগ রয়েছে। তাই বাধ্য হয়ে গত কয়েকদিন ধরে এসব বেহাল রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কৃষ্ণপুর থেকে তপৈয়া- মনপাল হয়ে ষোলদনা পর্যন্ত আড়াই কিলোমিটার এবং রামপুর থেকে মনপাল হয়ে রাজাপুর পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা কয়েক যুগ ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে মনপালের সাথে তপৈয়া, রাজাপুর, রামপুর, ষোলদনা, মামীশ্বর, কৃষ্ণপুর গ্রামসহ অন্তত ১০ গ্রামের মানুষ দুর্ভোগে পড়ছেন। বর্ষায় ওই সব রাস্তায় পায়ে হাটাও যায় না। প্রায় রাস্তায় প্রচুর কাঁদা থাকার কারণে বিভিন্ন যানবাহন আটকে থাকে। এছাড়া দুর্ভোগে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থীদেরও। ওই রাস্তার অবস্থা এতোটাই খারাপ যে একটি বাইসাইকেল নিয়েও চলা অসম্ভব হয়ে পড়েছে।

মনপাল গ্রামের শিক্ষক মাসুদুল হক বলেন, আশপাশের গ্রামের রাস্তাগুলো পাকা হলেও শুধু মনপাল গ্রামের কোনো রাস্তা এখনও পাকা হয়নি। এতে মনপাল গ্রামের মানুষদের চলাচলে বছরের ১২ মাসই ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় সমাজসেবক লতিফুর রহমান খোকন বলেন, মনপাল গ্রামের রাস্তা এতো খারাপ যে বর্ষাকালে এ গ্রামে একটি রিকশাও আসতে চায় না। গত বর্ষায় ভেঙ্গে যাওয়া রাস্তা এ বর্ষায় আরো খারাপ হয়েছে। এসব রাস্তা দিয়ে একজন রোগীকে হাসপাতালেও নেওয়া যায় না। এছাড়া গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগতো রয়েছেই।

মনপাল গ্রামের ওবায়েদুল হক মজুমদার বলেন, এ গ্রামের মানুষের রাস্তার দুর্ভোগ কখনও মনে হয় শেষ হবে না। আর আমাদের এসব দুর্ভোগ দেখারও কেউ নেই। এলাকার জনপ্রতিনিধিদের বার বার বলেও কিছু হয়নি। তাই গ্রামের ছেলেরা বেহাল রাস্তায় এখন ধানের চারা রোপন করছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় উত্তরদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, মনপাল গ্রামের রাস্তা গুলো পাকাকরণ নিয়ে আমাদের এমপি মহোদয়ের (সংসদ সদস্য মো.তাজুল ইসলাম) সাথে কথা বলব।

এ ব্যাপারে উপজেলার উত্তরদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, মনপালের রাস্তার খারাপ অবস্থা সম্পর্কে জেনেছি। রাস্তা গুলোর কাজ নিয়ে কর্তৃপক্ষের নিকট আবেদন জানাব। আশা করছি শীগ্রই রাস্তাগুলো মেরামত করা সম্ভব হবে।


পিএনএস/বাকিবিল্লাহ্


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন