‘চেয়ারম্যান মোক আশা দিয়ে রাখছে’

  26-10-2016 08:11AM


পিএনএস, নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার দুই বৃদ্ধার ভাগ্যে জোটেনি হতদরিদ্রদের জন্য নির্ধারিত ১০ টাকা কেজি চালের রেশন কার্ড। উপজেলার চিলাহাটি কেতকীবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত মছিরত আলীর স্ত্রী তফিনা খাতুন (৬৫)। স্বামী মারা যাওয়ার প্রায় ২৫ বছর পেরিয়ে গেলেও পায়নি বিধাবাভাতা, বয়স্ক ভাতার তালিকায়ও নাম পড়েনি, এমনকি জোটেনি চলতি ১০ টাকা কেজির রেশন কার্ডও। অপর দিকে, ১নং ওয়ার্ডেও মৃত মজিবর রহমানের স্ত্রী তনজিনার (৫৬) একই অবস্থা।

সম্প্রতি এ ইউনিয়নে ১০ টাকা মুল্যের চালের রেশন কার্ডের পূর্বের তালিকা যাচাই/বাছাই করে অনেক নাম পরিবর্তন করার পরও তালিকায় নাম বসেনি এ অসহায় দুই বৃদ্ধার।

কান্না জড়িত কন্ঠে তনজিনা বলেন, ‘চেয়ারম্যান-মেম্বার সবাইকে রেশন কার্ড দিলেও মোক দেয় নাই। চেয়ারম্যান মোক আশা দিয়ে রাখলেও বিধাবা ভাতা, বয়স্ক ভাতা দেয়নি। এলা রেশন কার্ড সবাইকে দিলেও মোক দেয়নি। যার আছে তাকেই খালি রেশন কার্ড দেয়।’

এ ব্যাপারে ইউপি সদস্য মোতাহার আলী বলেন, বিষয়টি নিয়ে আমি কিছু জানিনা। সব চেয়ারম্যান জানেন।

তফিনা খাতুন বলেন, ‘স্বামী মারা যাওয়ার প্রায় ২৫ বছর হলেও চেয়ারম্যান মোক কোন সরকারী অনুদান দেয়নি। এলা দিপু চেয়ারম্যান ১৭ বছর থাকি চেয়ারমেনি হলেও এতবার কওয়ার পরও মোক বিধাবা ভাতা দেয়নি। বয়স হলেও মুই বয়স্ক ভাতা পাওনা। এলা বলে রেশন কার্ড সেটাও বলে মোর নাই।’

এ ব্যাপারে ইউপি সদস্য জিয়াউর রহমান (বাবুজী) বলেন, আমি নতুন। এদের বিধাবা ভাতা, বয়স্ক ভাতা তো চেয়ারম্যান পূর্বেই দেওয়ার কথা, তা কেন দেয়নি আমি বলতে পারিনা। রেশন কার্ড থেকে নাম বাদ পরার কথা জানতে চাইলে তিনি নিরব থাকেন।

এ ব্যাপারে সংরক্ষিত আসনের (১,২,৩) মহিলা সদস্য শিরিন মঞ্জিলার কাছে জানতে চাইলে তিনি জানান, ‘আমার নামে ২০টি কার্ড। কাকে দেব না দেব আমার ব্যাপার।’

এ ব্যাপারে কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু জানান, হতদ্ররিদ্রদের সংখ্যা বেশি থাকায় অনেককে কার্ড দেওয়া সম্ভব হয়নি।

ডোমার উপজেলা খাদ্য পরিদর্শক মাসুদ রানা মুঠোফোনে জানান, সবাই রেশন কার্ড পাবেন না। যারা বেশি অসহায় তারাই এ কার্ড পাবেন। তালিকা সংশোধন করা হয়েছে। এরপরও যদি সচ্ছল ব্যক্তির নামে কার্ড থাকে তবে চেয়ারম্যান/মেম্বারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন