খুলনায় আঞ্চলিক প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

  26-10-2016 06:49PM

পিএনএস, খুলনা : খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির আয়োজনে বুধবার দিনব্যাপী খুলনা সরকারি মহিলা কলেজে তৃতীয় প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগের বিভিন্ন জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের কয়েকশ উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা বিভাগীয় প্রাণিবিজ্ঞানের ওপর আয়োজিত এ অলিম্পিয়াডে অংশ নেন। শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রাণিবিজ্ঞানের প্রাক্তন শিক্ষার্থীরাও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর আগে সকাল ৯টায় কলেজ অডিটরিয়ামের সামনে জাতীয় পতাকা ও প্রাণিবিজ্ঞান সমিতির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম এবং প্রাণিবিজ্ঞান সমিতির পতাকা উত্তোলন করেন সমিতির খুলনা অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. বিবেকানন্দ বিশ্বাস।

এরপর একটি শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এরপর অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব শুরু হয়। পরীক্ষা শেষে অডিটরিয়ামে প্রশ্নোত্তর, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কে এম আওরঙ্গজেব।

খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন