আখাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

  28-10-2016 11:38PM


পিএনএস:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শায়েস্তাগঞ্জগামী বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে আজমপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ আছে। জানা গেছে, খবর পেয়ে রাত ৯টার দিকে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

আখাউড়া জংশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বাল্লা লোকাল ট্রেনটি আখাউড়া রেলস্টেশন থেকে শায়েস্তাগঞ্জের উদ্দেশে ছেড়ে আজমপুর রেলস্টেশনে যাত্রা বিরতি করে। ওই স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এই পথের প্রধান লাইনে ট্রেনটির ইঞ্জিন ও পেছনের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া রেল জংশনের লোকোশেডের উপসহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ছেড়ে গেছে। ঠিক কি কারণে ট্রেনটি ইঞ্জিন ও একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত হবে।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন