জুড়ী থানা ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  29-11-2016 05:21PM

পিএনএস, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ি থানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জুড়ির শাহজালাল কমিউনিটি সেন্টারে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান ও মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান শুলশান আরা মিলি প্রমুখ।

৬ কোটি ৬৭ লক্ষ্য ৪৪ হাজার ৩শত ৭৬ টাকা চুক্তি মূল্যে ১.০৫ একর জায়গায় ৬ তলা ফাউন্ডেশনের ৪ তলা পর্যন্ত প্রথম পর্যায়ে জুড়ী থানা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার সুজানগর ইউনিয়ন পরিষদের বরথল এলাকায় হ্যালিপ্যাডে অবতরণ করে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন