হবিগঞ্জে দূরপাল্লার কোনও বাস না ছাড়ায় যাত্রীদের দুর্ভোগ

  29-11-2016 05:23PM

পিএনএস, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলায় অবৈধ টমটম ও অন্যান্য সব অবৈধ গাড়ি চলচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন ও মালিক শ্রমিক এক্য পরিষদ। মঙ্গলবার ভোর থেকে হবিগঞ্জ থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। ফলে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসময় বিভিন্ন উপজেলায় চাকরিরত ব্যক্তিদের বিকল্প ব্যবস্থায় কর্মস্থলে যেতে দেখা গেছে।

এর আগে শনিবার রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের এক জরুরি সভায় এ ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আজ মঙ্গলবার ভোর থেকে জেলার সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী জানান, জেলায় অবৈধ টমটম ও অন্যন্য সব অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে আজ মঙ্গলবার ভোর থেকে হবিগঞ্জ জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন সব পরিবহন, বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, ম্যাক্সি, ইমা, টেম্পু, জীব এবং হবিগঞ্জ-ঢাকা বাসসহ সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। কোনও সড়কে যানবাহন চলাচল করবে না।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন