বন্য শুকরের কামড়ে শিশুসহ আহত ২

  29-11-2016 06:27PM


পিএনএস: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বন্য শুকরের কামড়ে শিশুসহ দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের সামুদফাৎ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১ টায় ইউনিয়নের সামুদফাৎ গ্রামের পাশ্ববর্তী বন থেকে শুকর লোকালয়ে এসে একই গ্রামের শাওন হোসেন (১২) নামের এক শিশুকে হঠাৎ আক্রমণ করে। ওই সময় শাওনকে রক্ষা করতে গিয়ে ওই গ্রামের ফজলু মুন্সিও (৪৫) আক্রমণের শিকার হন। এতে দুইজনই গুরুত্বর আহত হয়েছে।

আহতদের রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রেজাউল করিম বলেন, শুকরের কামড়ে শাওন এবং ফজলু নামের দুইজন গুরুত্বর আহত হয়েছে। এরমধ্যে শাওনের অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বন বিভাগের সামুদফাৎ বিট কর্মকর্তা পারভেজ আহম্মদ বলেন, বন্য শুকরের কামরে দুইজন আহত হওয়ার বিষয়টি শুনেছি।

এ ব্যাপারে রাঙ্গাবালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ইদ্রিস মিয়া বলেন, শুকরে মানুষ কামরানোর বিষয়টি আমার জানা নেই। ওই এলাকায় বন বিভাগ কোনো শুকর ছাড়েনি।

পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন