ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

  29-11-2016 07:27PM

পিএনএস, মৌলভীবাজার : সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কুলাউড়া-শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ফরক ছড়া রেল সেতু এলাকায় ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে করম আলী নামের দুই সন্তানের জনক মারা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত করম আলীর গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামে। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। গ্রাম সূত্রে জানা যায়, করম আলী আগে মস্তিষ্ক বিকৃত থাকলেও কয়েক বছর ধরে তিনি সুস্থ আছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি রেলপথ ধরে হাটছিলেন। এ সময় বিপরীত দিক সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ মৃত্যুর জন্য পারিবারিকভাবে কোন আপত্তি নেই তাছাড়া গ্রামবাসীর জোর দাবীতে লাশটি পরিবার সদস্যরের কাছে হস্তান্তর করা হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন