সাংসদের নামে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

  30-11-2016 04:28PM

পিএনএস, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল আদিবাসী পল্লীতে লুটপাট, খুন, উচ্ছেদ, মামলা, হয়রানির প্রতিবাদ ও বিচারসহ স্থানীয় সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দুপুরে গোবিন্ধগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা ও গোবিন্ধগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ এই সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবী করেন, ৩১ জুলাইয়ের পর থেকে সাহেবগঞ্জ ইক্ষু খামারে অধিগ্রহণকৃত জায়গায় যারা সাঁওতালদের বেদখল করতে সহযোগিতা এবং উদ্বুদ্ধ করেছিল তারাই সাঁওতাল উচ্ছেদ, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যা ঘটনার জন্য দায়ী। অবিলম্বে স্থানীয় সাংসদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ বিচার বিভাগীর তদন্তের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পুজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ নেতা রনজিত বকশী সূর্য্য, দীপক কুমার পাল, তনয় দেব, দীপক কুমার রায়, আশিষ কুমার রায়, চঞ্চল কুমার প্রমুখ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন