গাইবান্ধায় দু’দিনব্যাপী তথ্য মেলা

  30-11-2016 04:40PM

পিএনএস, গাইবান্ধাঃ ‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধা সচেতন নাগরিক কমিটি-সনাক ও জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় স্বাধীনতা মাঠে মঙ্গলবার থেকে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা ও জনগণের মুখোমুখি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এ উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি- সনাক গাইবান্ধা সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ছাড়াও পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার মো. মোফাক্কার মোরশেদ খান চৌধুরী, সাংবাদিক গোবিন্দলাল দাস প্রমুখ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন