৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৩২ কি.মি. বিদ্যুৎ লাইন

  30-11-2016 04:44PM

পিএনএস, গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ১৬টি গ্রামে পল্লী বিদ্যুতের আওতায় মঙ্গলবার নতুন সংযোগ দেয়া হয়েছে। এ উপলক্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া।

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুল আজিজ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের জিএম মো. ওয়াহেদুল ইসলাম, ডিজিএম আবুল হাসান, সাঘাটা উপজেলার ভারপ্রাপ্ত আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা দুদু, রফিকুল ইসলাম, নাসিরুল আলম স্বপন প্রমুখ। পরে প্রধান অতিথি ডেপুটি স্পীকার সুইচ টিপে ৩০৫টি নতুন লাইনের সংযোগ প্রদান করেন।

এ কর্মসূচীর আওতায় কচুয়া, গটিয়া, সোনাতলা, অনন্তপুর, ভরতখালী, হিন্দুপাড়া, জটিয়ারপাড়া, কচুয়াহাট উত্তরপাড়া, চিনির পটল, নলছিয়া, মংলারপাড়া, ভাঙ্গা মোড়, চাকুলী, পাঁচ গড়গড়িয়া, দলদলিয়া ও আগ গড়গড়িয়া গ্রামে মোট ২ হাজার ৭৪৫টি পরিবারকে নতুন লাইনের সংযোগ দেয়া হবে। এজন্য ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৩২ কি.মি. বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করা হয়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন