মহাসড়ক অবরোধ বিক্ষোভ মিছিল

  30-11-2016 06:43PM

পিএনএস, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আখ কাটাকে কেন্দ্র করে সাঁওতালদের সাথে পুলিশ-চিনিকল শ্রমিক পুলিশ ও স্থানীয় জনতার সংর্ঘষের ঘটনায় মামলার উদ্দেশ্যে দায়ের করা এজাহারে স্থানীয় এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের নাম অন্ত’ভক্ত করার প্রতিবাদে বুধবার দুপুর সাড়ে ১২টায় গোবিন্দগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়।
গোবিন্দগঞ্জ ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় কল্যাণ পরিষদ এই বিক্ষোভ কর্মসূচী পালন করে। সংগঠণের বিক্ষুদ্ধ কর্মীরা স্থানীয় বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-রংপুর মহাসড়ক, উপজেলা পরিষদ চত্বর সহ উপজেলার গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ চলাকালে বেশ কিছু সময় ঢাকা-রংপুর মহাসড়কের চতুরঙ্গমোড়ে অবরোধ করা হয়। অবরোধ চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোকাররম হোসেন রানা সহ অন্যদের মধ্যে বিশিষ্ট ক্রীড়াবিদ শাহাদৎ হোসেন মুন, দীপক কর, বেজাউল করিম, আতাউর রহমান প্রমূখ। বক্তারা অবিলম্বে এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহারের দাবী জানান।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন