মাগুরায় ব্যবসায়ীদের ধর্মঘট

  30-11-2016 07:05PM


পিএনএস: চুরি ও ছিনতাইয়ের মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় দুই ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে মাগুরা সদর উপজেলার জাগলা বাজারে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা।

বুধবার বিকেল থেকে বাজারের ব্যবসায়ীরা এ ধর্মঘটের ডাক দেন।

এ বিষয়ে জাগলা বাজারের ব্যবসায়ী মাহবুব হোসেনসহ অন্যরা জানান, গত ৩ নভেম্বর সবজি বিক্রির পাওনা টাকা চাওয়ার ঘটনা নিয়ে ওই বাজারের ব্যবসায়ী অরুপ সাহা ও নিরুপ সাহার সঙ্গে মঘি ইউনিয়নের আঙ্গারদাহ গ্রামের মাতবর আতিয়ার রহমানের হাতাহাতি হয়।

এই ঘটানায় আতিয়ার রহমান তার চাচাতো ভাই ইসমাইল হোসেনকে দিয়ে ওই দুই ব্যবসায়ীর নামে সদর থানায় চুরি ও ছিনতাইয়ের মিথ্যা অভিযোগে মামলা দেন। এই মামলায় সদর থানা পুলিশ মঙ্গলবার রাতে ব্যবসায়ী অরুপ সাহা ও নিরুপ সাহাকে আটক করে। এর প্রতিবাদে বাজারের ২ শতাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে এই ধর্মঘটের ডাক দেন।

এ প্রসঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা জানান, বাজার কমিটির নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন