আবার চালু হয়েছে ঢাকা-খুলনা স্টিমার সার্ভিস

  01-12-2016 05:37AM

পিএনএস ডেস্ক : দেশের দক্ষিণাঞ্চলবাসীর যাতায়াতের সুবিধার্থে ঢাকা-খুলনা নৌপথে পুনরায় স্টিমার সার্ভিস চালু হয়েছে।
বুধবার ঢাকার সদরঘাটে এ স্টিমার সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।
প্রথম পর্যায়ে প্রতি বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে স্টিমার ‘এমভি মধুমতি’ খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। চাঁদপুর, বরিশাল, কাউখালী, হুলারহাট, চরখালী, বড়মাছুয়া, মোড়েলগঞ্জ ও মংলা হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনায় পৌঁছবে। আবার খুলনা থেকে শুক্রবার সন্ধ্যায় রওনা হয়ে শনিবার সন্ধ্যায় ঢাকা পৌঁছবে।
পরীক্ষামূলকভাবে সপ্তাহে একদিন এ স্টিমারটি চলাচল করবে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৮০০ যাত্রী যাতায়াত করতে পারবে।
উল্লেখ্য, মংলা-ঘষিয়াখালী চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ২০১১ সালের পহেলা নভেম্বর ঢাকা-খুলনা স্টিমার সার্ভিসটি বন্ধ হয়ে যায়; তবে ঢাকা থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জ পর্যন্ত এ সার্ভিসটি চালু ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিআইডব্লিউটিএ মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি খনন করায় পুনরায় উক্ত চ্যানেলে নৌচলাচল শুরু হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধবরায়, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক বক্তব্য রাখেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন