মিয়ানমারের ৯১ জেলেকে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলো বিজিবি

  01-12-2016 07:52AM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ জলসীমায় অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে নৌ বাহিনী কতৃক আটককৃত ৯১ মিয়ানমারের জেলেকে ফেরত দিয়েছে বিজিবি ।বুধবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুম মৈত্রী সড়কে এপারে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে বিজিবি সদস্যরা ৯১ জেলেকে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন ।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩৪ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার। অপর দিকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি ডাইরেক্টর ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট মংডু মিয়ানমার এর চ্য চ্য, মিয়ানমারের বিজিপি এবং ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিজিবি’র সেক্টর সদর দপ্তর কক্সবাজারের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ আবদুস সালাম, ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মেজর মোঃ আবুল খায়ের, কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিবৃন্দ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি’র সেক্টর কমান্ডার (ভারপ্রাপ্ত) কর্ণেল এম এম আনিসুর রহমান পিএসসি জানান, উভয় দেশের মধ্যে সৌহার্দ্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। সীমান্তের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য উভয় দেশের কর্মকর্তারা একমত পোষণ করেন। তবে রোহিঙ্গা সমস্যা নিয়ে কোন ধরনের আলাপ আলোচনা হয়নি বলে তিনি জানান। জানাযায় গত ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশের জলসীমা থেকে মাছ ধরার সময় আটক করা হয় মিয়ানমারের জেলেদেরকে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন