গাইবান্ধায় ছাত্রফ্রন্টের মানববন্ধন সমাবেশ

  01-12-2016 05:04PM

পিএনএস, গাইবান্ধা: ফুলবাড়িয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে পুলিশের লাঠিপেটায় শিক্ষক আবুল কালাম আজাদ ও এক পথচারীর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচী পালন করে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা এই কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট জেলা সভাপতি শামীম আরা মিনা, সংগঠনের সহ-সভাপতি রাহেলা সিদ্দীকা, সাধারণ স¤পাদক পরমানন্দ দাস, মাহবুব আলম মিলন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন প্রমুখ। বক্তারা কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ ও সফর আলী হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দেশে একের পর এক গণতান্ত্রিক আন্দোলনে সরকারি বাহিনীর ধারা দমন পীড়ন চলছে তার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সেই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করে প্রয়োজনীয় আয়োজনের ব্যবস্থার দাবি জানান।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন