কাহারোলে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

  01-12-2016 05:58PM

পিএনএস, শেরপুর (বগুড়া): দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় বৃহস্পতিবার সকাল ১০ টায় দিন ব্যাপী দ্বিতীয় শষ্য বহুমূখী করণ প্রকল্পের আওতায় উন্নতমানের গম বীজ সংরক্ষণ প্রদর্শণীভুক্ত এবং কৃষকদের মধ্যে প্রযুক্তি বিষয়ক একদিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি দিনাজপুর এর আয়োজনে কাহারোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিন ব্যাপী গম বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরন প্রকল্পের গম প্রদর্শনী ভুক্ত উপজেলার ৬টি ইউনিয়নের ১২০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন। উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা অরুন কুমার রায়ের পরিচালনায় প্রশিক্ষন প্রদান করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি দিনাজপুর এর উপ-পরিচালক গোলাম মোস্তফা, জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, কাহারোল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শামীম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুলফিকার আলী প্রমুখ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন