রামপালে ৩ যুগ পর ভেকটমারী নদী দখলমুক্ত

  01-12-2016 06:14PM

পিএনএস, (বাগেরহাট) : রামপালের গৌরম্ভা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত দীর্ঘ ৩ যুগ অবৈধ দখলদারদের দখলে থাকা ৪ কিঃ মিঃ ভেকটমারী নদীর বাঁধ অপসারণ করে দখল মুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার রায়। বাগেরহাটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন ও তহশীলদার সিরাজুল ইসলামসহ এক দল ফোর্স নিয়ে তিনি বুধবার সকাল ১০ টায় সাথে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সংবাদিকদের জানান, মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি সার্বক্ষকিভাবে সচলের লক্ষ্যে প্রধান মন্ত্রীর বিশেষ নির্দেশনায় খালের অবৈধ বাঁধ অপসারনের অভিযান শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় ইতিপূর্বে বাঁশতলী ইউনিয়নের সম্পুর্ণ অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। ২/১ দিনের মধ্যে বাইনতলা ইউনিয়নের বাঁধ অপসারণ সম্পন্ন হবে। পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়নের অবৈধ দখলদারদের দখল থেকে সকল বাঁধ অপসারণ করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মংলা-ঘষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন