ফুলবাড়িয়ায় কলেজ শিক্ষক নিহতের প্রতিবাদে পাথরঘাটায় শোকমিছিল

  01-12-2016 07:50PM

পিএনএস, বরগুনা :ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণ দাবির আন্দোলনে পুলিশি নির্যাতনে শিক্ষক নিহতের প্রতিবাদে পাথরঘাটায় শোক মিছিল অনুষ্ঠিতহয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা ডিগ্রি কলেজ থেকে শোকাহতশিক্ষক-শিক্ষার্থী ব্যানারনিয়ে এ শোকমিছিল বেরকরেন।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল স্কয়ারে গিয়ে মিছিলটি সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে গত মঙ্গলবার পাথরঘাটা ডিগ্রি কলেজ শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে চলমান উচ্ছ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার দায়িত্ব পালনকরেন। মিছিল উত্তর শোক সমাবেশে বক্তব্য রাখেন, পাথরঘাটা ডিগ্রি কলেজ জাতীয়করণ আন্দোলনের আহ্বায়ক, সহকারি অধ্যাপক আহসান হাবীব, প্রভাষক জামাল হোসেন, মো. সুমন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ মক্কি, কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল প্রমূখ।

বক্তারা ফুলবাড়িয়ায় ডিগ্রী কলেজের নিহত সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদের ওপরনির্যাত কারিপুলিশের শাস্তি দাবি, নিহত শিক্ষকের পরিবারকে ক্ষতিপূরণ ও ফুলবাড়িয়া ডিগ্র কলেজ সহ জাতীয়করণ থেকে বাদপড়া উপজেলা সদরের সকল কলেজ জাতীয় করণের দাবিজানান।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন