দাগনভূঁঞায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

  02-12-2016 02:18PM

পিএনএস: ফেনীর দাগনভূঁঞায় নির্মাণ শ্রমিক মোহাম্মদ হাশেমকে (৩৫)হাঁতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে দাগনভূঞা পৌরসভার বাংলা বাজার রোডের শেখ আহম্মদের ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, রাজমিস্ত্রীর কাজ করে এমন চারজন নির্মাণ শ্রমিক মিলে দাগনভূঁঞা পৌরসভার বাংলা বাজার রোডের শেখ আহম্মদের ঘরে ভাড়ায় বসবাস করতো।

বেশ কিছুদিন ধরে খুঁটিনাটি বিষয় নিয়ে হাশেম আর দেলোয়ারের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। গত বুধবার রাতেও তাদের মধ্যে হাতাহাতি-মারামারি হয়।

বৃহস্পতিবার নির্মাণ শ্রমিক একই ঘরের বাসিন্দা হাকিম এবং অপরজন কাজে গেলেও হাশেম ও দেলোয়ার কাজে যায়নি।

ওইদিন সন্ধ্যায় হাকিম ও তার সহযোগী ঘরে ফিরলে বাহিরে থেকে দরজায় তালা দেয়া দেখতে পায়। পরে তারা ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাশেমকে খাটের উপর পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনসহ পুলিশকে খবর দেয়।

ঘটনার পর থেকে নোয়াখালীর সুবর্ণচর এলাকার আবুল কাশেমের ছেলে দেলোয়ার পলাতক।

ওসি আসলাম উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন