দ্বিতীয় দিনে চলছে উত্তরাঞ্চলের ট্রাক-লরি ধর্মঘট

  02-12-2016 02:47PM



পিএনএস, রাজশাহী: উত্তরের ১৬ জেলায় অনির্দিষ্ট কালের জন্য ডাকা ট্রাক-লরি ধর্মঘট দ্বিতীয় দিনে গড়ানোর পর সমাধানের লক্ষ্যে বৈঠক ডেকেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার।

কমিশনার আবদুল হান্নান বলেন, তার কার্যালয়ে শুক্রবার বিকাল ৩টায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সমস্যাগুলোর সমাধানসহ ধর্মঘট প্রত্যাহারের লক্ষ্যে আলোচনা হবে।

রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় বৃহস্পতিবার সকাল থেকে ‘পুলিশি হয়রানি’ বন্ধসহ সাত দফা দাবি আদায়ের জন্য অনির্দিষ্ট কালের ধর্মঘটে নেমেছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্যপরিষদ।

পরিষদের সহ-সভাপতি নূর কায়েম সবুজ বলেন, ধর্মঘট দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।

“রাজশাহী বিভাগীয় কমিশনার আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য শুক্রবার বিকালে তার কার্যালয়ে বৈঠক ডেকেছেন। বৈঠক সন্তোষজনক না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।”

সাত দফা দাবি হল:
১. ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান, পিকআপের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে সকল প্রকার পুলিশি হয়রানি বন্ধ;

২. এসব যানবাহনে বাম্পার সাইড অ্যাঙ্গেল ও হুক একতরফাভাবে খোলার সরকারি আদেশ প্রত্যাহার;
৩. ট্যাক্স টোকেন, ফিটনেন্স, রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ;

৪. বিভিন্ন স্থানে স্থাপিত ওজন স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ;

৫. সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ;

৬. ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ; এবং

৭. নতুন ড্রাইভিং লাইসেন্স ও হেভি লাইসেন্স সহজ শর্তে প্রদান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন