গাইবান্ধায় মানববন্ধন ও দোয়া মাহফিল

  03-12-2016 06:03PM

পিএনএস, গাইবান্ধা: মিয়ানমারে নিরীহ নিরাপরাধ রোহিঙ্গা মুসলিম, শিশু, নারী নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে গতকাল শনিবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

আযোজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ফকিরপাড়া মসজিদের ইমাম মুফতি যোবায়ের, মাহমুদুল হাসান, মাওলানা মিযনি বিন আব্দুল মাজীদ, তাজুল ইসলাম, মানসুর আহমেদ মোহতামিম, ইউনুস আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে মায়ানমারের আরাকান রাজ্যে বসবাসরত মুসলমানদের ওপর নির্যাতন চালনো হচ্ছে। এই অন্যায় মানবতাবিরোধী। যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের নিরাপত্তা, খাদ্য, বাসস্থান, চিকিৎসাসহ মানবিক সাহায্যে বিষয়টি নিশ্চিত করার জন্য তারা সরকারের কাছে আবেদন জানান। এছাড়া নিরাপরাধ রোহিঙ্গা মুসলিম, শিশু, নারীদের নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবি জানান। পাশাপাশি বক্তারা মানায়মার সরকারের এই নারকীয় হত্যাকান্ডের বিরুদ্ধে পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র ও মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন