গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

  03-12-2016 06:06PM

পিএনএস, গাইবান্ধা: ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ শিক্ষক হত্যার বিচার ও বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে গাইবান্ধা শনিবার শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক মমতাজুর রহমান বাবু, সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্যা, রোকেয়া খাতুন, একরামুল হক খান, জহুরুল ইসলাম, সরকার মো. শহিদুজ্জামান প্রমুখ।

বক্তারা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ সরকারী করণের ন্যায্য দাবীতে চলমান আন্দোলনে পুলিশি হামলায় শিক্ষক আবুল কালাম আজাদ ও এক পথচারী সফর আলী হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকান্ডের বিচার দাবী করেন। বক্তারা গোটা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। মানববন্ধন শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান মার্কেটের সামনে এসে শেষ হয়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন